হৃদয় চন্দ্র বর্মন
কবিতাঃ বর্গা চাষী
এসেছে শীত বসেছে মেলা
আমি কৃষক সবুজ মাঠে একলা
পরিবারের জন্য তৈরি করি অন্ন
মোটা ভাত মোট কাপড় এতেই আমরা ধন্য।।
সূর্য ওঠার আগে, ডালি,কোদাল, নাঙ্গল
নিয়ে যায় মাঠে,
অনা হাড়ে করি চাষ, স্বপ্ন নিয়ে করি বাস
হইতো এবছর ফসলের পাবো ন্যায মূল্য
মহাজনের অত্যাচারে জীবনটা যাচ্ছে জ্বলে পুড়ে।।
ছোট মেয়ে ময়না এবার ধরেছে বায়না
বাবা আমায় মেলাই নিয়ে যাবেনা
বাড়ির গাভীটা আগের মত দেয় না তো দুধ
বাছুরটা আছে কষ্টে মনে বড় দুখ।।
এলো বৈশাখী ঝড় করে দিল ছারখার
মনে ছিল বড় আশা থাকবে না তো দুঃখ দুর্দশা
তবু নতুন করে ভাবি দেখি স্বপ্ন
দিন আসবে অনেক ধনরত্ন।।
হৃদয় চন্দ্র বর্মন
সহকারী শিক্ষক,
পিয়ার সরদার উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক, ইলামিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমি,
নেজামপুর বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
হৃদয় চন্দ্র বর্মন