প্রভুর সৃষ্টি
প্রভু তুমি মানুষ করেছো সৃষ্টি
সবার প্রতি সমান দিয়েছো কি দৃষ্টি
তোমার পরীক্ষা বুঝা বড় দায়
আজকে সমাজে বৃদ্ধ মা বাবা বড় অসহায়।।
পৃথিবীতে সুখের আশায়
ছেলে মেয়েরা পরিবার থেকে হচ্ছে ভিন্ন
একবারও কি ভেবে দেখেছ মা বাবারা
কত কী করেছো তোমাদের জন্য।।
মানব জনম আর পাবে না তোমরা
সময় থাকতে একবার ভাবো
ধর্ম করো সবসময় কর্ম রাখো ঠিক
সোনার দেহ হবে মাটি এটাই নিশ্চিত।।
হৃদয় চন্দ্র বর্মন।
সহকারী শিক্ষক,
পিয়ার সরদার উচ্চ বিদ্যালয় ও সাধারণ সম্পাদক, ইলামিত্র স্মৃতি সাংস্কৃতিক যুব একাডেমি। নেজামপুর বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
হৃদয় চন্দ্র বর্মন