#স্বরচিত_কাব্যকথন
“শির্ক থেকে হুশিয়ার”
★মুহা্ম্মাদ কিবরিয়া বাদল★
শির্ক থেকে থাকবো বেঁচে-
কথা ও কাজে সর্বদা,
গড়বো জীবন আল্লাহ্ মুখি-
রাখবো স্মরণ তায় সদা।
আবেগ থেকে থাকবো দূরে-
রাখবো বিবেক তরতাজা,
হিত-অহিতের নিক্তি মূলে-
ফুরকানে মন হোক সাজা।
কর্মক্ষেত্র এই দুনিয়া-
ভুলে গিয়ে থাকবোনা,
কর্ম যেমন ফল ও তেমন-
আখিরাতে টলবেনা।
এই দুনিয়ার সুখ দুঃখ-
নয়কো পরম চুড়ান্ত,
চলার পথে মিলবে খানিক-
না হই যেন বিভ্রান্ত।
এই দুনিয়া জানে সবাই-
নয়কো আসল ঠিকানা,
কাজের তরে কর্মক্ষেত্র-
সময় শেষে থাকবোনা।
আল্লাহর হা্ক্ব্ আল্লাহর তরে-
বান্দার হা্ক্ব্ বান্দাহ্তে,
অনাদায়ে মাফ হবেনা-
থাকি যতোই ধান্ধাতে!
আল্লাহর হা্ক্ব্ আনুগত্যে-
শির্ক মুক্ত ঈমানে,
অন্য গুনাহ্ মাফ করলেও-
শির্কে যে তা না মানে।
মালিকানা আল্লাহ্ তায়্লার-
নাইকো তাতে কোনো ছাড়,
কথা ও কর্মে তাইতো সদা-
থাকতে যে হয় হুশিয়ার।।
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””” রচনাঃ ১৭চৈত্র১৪২৯বঙ্গাব্দ। ৩১মার্চ২০২৩খৃস্টাব্দ। হালিশহর, চট্টগ্রাম।।
মুহা্ম্মাদ কিবরিয়া বাদল