আমি হঠাৎ একদিন
সবার থেকে দূরে
মসজিদের ঐ খাটিয়া যেদিন
আসবে আমার ঘরে।
খুঁজলে কোথাও আর পাবে না
বন্ধু, স্বজন কেউ;
ব্যস্ত স্বজন বাঁশ কাটতে
কেউ খুঁড়ছে গোরস্তান!
কেউ বা আবার আসছে দ্রুত,
জানাতে শেষ বিদায়।
কাঁধে তুলে চারজন মিলে
নিয়ে যাবে কবরস্থান।
একা রেখে আসবে সবাই
অন্ধকার ঐ কবরে!
শত মানুষের ভিড়েও মা আমার,
কাঁদবে একা ঘরে।
ভুলবে সবাই, ভুলতে হবে
দুনিয়ার মায়া ত্যাগ করে,
শেষ বিদায়ে শত্রু-মিত্র;
বন্ধু, স্বজন মাটি দিবে খুব করে।
নিশীতা সুলতানা শিল্পী