You are currently viewing শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

হে বিশ্বকবি, তোমায় জানাই প্রণতি
১৬২ তম জন্মলগ্নের পূণ্য প্রভাতে ।
তব সৃষ্টি মনে আনে তুষ্টি – – –
শিশুকাল হোতে অহরহ পথ চলাতে ।
আজিও তোমায় ভাবায় আমায়
” নীল নবঘনে আষাঢ় গগনে ” ।
আগামী দিনেও পড়বে মনে
যখনই দেখব – – –
” কালো রাতি গেল ঘুচে
আলো তারে দিল মুছে ” ।
হয়তো একদিন – – –
লেখা হবে টেরাকোটার ফলকে
ঝাঁ চকচকে শপিং মলের দেওয়ালে।
” পথের ধারেতে একখানে
হরি মুদি বসেছে দোকানে।
চাল ডাল বেচে তেল নুন
খয়ের সুপারি বেচে চুন “।
তোমারি গানে উদ্বেল হয়ে উঠি
ভুলে যে যাই জঠরের নিষ্ঠুর ভ্রুকুটি।
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পূর্ণ করো মহান তোমার দানে।

Screenshot_20230508-112543_Facebook.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল , পুরুলিয়া

Leave a Reply