You are currently viewing শ্রাবণ

শ্রাবণ

🌧️🌧️🌧️শ্রাবণ🌧️🌧️🌧️
✍️শ্রী রাজীব দত্ত

টুপ টিপ টাপ
ঝরে পড়েছো তুমি
সঙ্গে শিতল বাতাস,
মেঘে ঢাকা মস্ত আকাশ,
তুমি খুশির বৃষ্টি,
তুমি সুখের সৃষ্টি।
তুমি মন ক্যামন এর স্বপ্ন
তুমি ভালোবাসা আর যত্ন,
তুমি আমার কল্পনা
সব শেষের জল্পনা।
কেনো তুমি বারেবারে
উদাস করো আমারে,
আমি কি সত্যি উদাসীন,
নাকি এমনই অন্তহীন।

inbound7799961375511169710.jpg

শ্রী রাজীব দত্ত

Leave a Reply