যাঁদের জন্য ঘাম ঝরিয়ে
কামাই করি রোজ,
কেমন আছি খাচ্ছি কিনা
তাঁরা নেয় না খোঁজ।
সময় মতো টাকা পেলেই
দেখায় হাসি মুখ,
দূর বিদেশে একলা থাকি
সয়ে যাচ্ছি দুখ।
আমি কী চাই সেই কথাটা
বোঝে না যে কেউ,
আমার বুকে উঠতে থাকে
দুঃখ কষ্টের ঢেউ।
প্রয়োজনে একটা গাছের
খেতে পারবে ফল,
গাছ বাঁচাতে কোন সময়
গোড়ায় দেয় না জল।
অধিকারটা ভালো বোঝে
কর্তব্যে নেই ধ্যান,
বলতে গেলে রেগে বলবে
দিও না তো জ্ঞান।
রতন বসাক