Ratan Basak

সব নিজের বোঝে

যাঁদের জন্য ঘাম ঝরিয়ে
কামাই করি রোজ,
কেমন আছি খাচ্ছি কিনা
তাঁরা নেয় না খোঁজ।

সময় মতো টাকা পেলেই
দেখায় হাসি মুখ,
দূর বিদেশে একলা থাকি
সয়ে যাচ্ছি দুখ।

আমি কী চাই সেই কথাটা
বোঝে না যে কেউ,
আমার বুকে উঠতে থাকে
দুঃখ কষ্টের ঢেউ।

প্রয়োজনে একটা গাছের
খেতে পারবে ফল,
গাছ বাঁচাতে কোন সময়
গোড়ায় দেয় না জল।

অধিকারটা ভালো বোঝে
কর্তব্যে নেই ধ্যান,
বলতে গেলে রেগে বলবে
দিও না তো জ্ঞান।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

Ratan Basak

রতন বসাক

Leave a Reply