You are currently viewing সমাবরণ

সমাবরণ

কালো রাতি একদিন যাবেই ঘুচে
আলো তার যত কালো দেবে মুছে।
নাহি জানি কেন ? একই কক্ষতলে যাপন
হল যে আজ শুভ ক্ষণে শুক্র – চন্দ্র – সমাবরণ।
গ্রহটিকে নিয়ে চাঁদ জ্বেলেছে আকাশে বাতি
জেগে থাকবে যেন তারা আজ সারারাতি।
প্রিয়ার গলে যেন শোভিছে চন্দ্র হার, নীচে তারি
হীরক দ্যূতিসম দুলিতেছে পদক যেন, কয়েক রতি।

ছবি – সরিফুল মিস্ত্রি

Screenshot_20230324-193848_Facebook.jpg

বিকাশ চন্দ্র মণ্ডল

Leave a Reply