inbound5895832139581950739
inbound5895832139581950739

সমুদ্র

আমি যখন কাওকে ভালোবাসি,
এক বুক সমুদ্র নিয়ে ভালো বাসি।
এক বুক সমুদ্র…।
সেখানে থাকে অথৈ জলের মতো অপেক্ষা,
অতল গভীরতার মতো ত্যাগ,
উত্তাল ঢেউ এর মতোই উদ্বেগ,
আর মাঝ সমুদ্রের নিস্তব্ধতার মতোই শান্তি।
তা নাহলে সে প্রেমের কোনো অর্থ নেই।

inbound5895832139581950739

নীলাঞ্জন

Leave a Reply