সাধের প্রেম
—দীপক বেরা
স্পন্দনে স্পন্দন ডাকে, উদ্দীপনায় সাড়া দেয়
অতি সহজেই স্থাবর-জঙ্গম, জগৎ খুলে যায়
এরকম শরীর-মন পুড়িয়ে খাক করে দিয়েছি কত
সেই কিশোরীবেলা থেকে—
আজ তাই রান্নাঘরে আমার পোড়া পোড়া গন্ধ
ঋতু পরিবর্তনে বসন্তের আনাগোনা টের পাই না
চৈত্রে কারুর চোখে নতুন করে আর সর্বনাশ হয় না
নিষিদ্ধ চরিত্রদের ভিড়ে ঘর ভেঙে ভেঙে চুরমার
সাধের প্রেম এখন খুচরো বহুবচন,.. বারোয়ারি..!
টালিগঞ্জ, কোলকাতা।
রচনাকাল : ৩০|০৩|২০২৩
DIPAK BERA