তোমার ভালোবাসা গুলো আমায় আঁকড়ে ধরেছে ,
সুতোর জড়োসড়ো পেঁচানো গুলোকে।
এখন বেরোতে চাইলেও আর বেরোতে পারিনা!
তোমার সদ্য মুখ চেহারা বরাবর ভেসে ওঠে ,
যেমন সন্ধ্যায় সূর্যাস্ত ডুবে এঁকে দেয়
সমুদ্র নদী পুকুর কিনারার জলের
ঢেউয়ে প্রকৃতির প্রচ্ছবি ,
ঠিক তেমনি তুমি ভেসে ওঠো আমার বরাবর চোখে।
চাইলেও আর তোমার থেকে সরে যেতে পারি না ,
চাইলেও নিজেকে আর ফিরিয়ে নিতে পারি না।
তোমার সব যেন আঁকড়ে ধরেছে আমায়
তোমার সদ্য সরল ঐ মুখ ,
আঁকড়ে ধরেছে তোমার ভালোবাসায়!
আঁকড়ে ধরেছ সুখ-দুখ হাসির খরক।
চলো এবার ছবি আঁকি দুইজনে দুইজনে মিলে ,
সুতোই জড়োসড়ো করি ,আঁকড়ে ধরা জট জালে।
বাহাউদ্দিন সেখ