এ কে এম শাহজাহান কবীর

সুভাষিণী

সুভাষিণী
এ কে এম শাহজাহান কবীর

তোমার একটা সাগর আছে
লোনা জলে ভরা,
সেই সাগরের যাত্রী আমি
ডুব দিয়েছি ত্বরা।

অথৈ জলে গাঁ ভাসিয়ে
সুখের নেশায় ঘুরি,
আঁধার রাতে করলে তুমি
মনটা আমার চুরি।

হৃদয় মাঝে ভাবনার তুফান
বইছে প্রবল বেগে,
কষ্টেরা সব হারিয়ে গেলো
সুখের নিশি জেগে।

বাইরে বইছে হিমেল হাওয়া
দেখছি নয়ন ভরে,
হৃদয় মাঝে রেখো আমায়
অতি আপন করে।

তুমি আমার সুভাষিণী
সুভাস ছড়াও ধরায়,
সেই সুভাসে আমোদিত
সুখের বাতাস ছড়ায়।

এ কে এম শাহজাহান কবীর

Leave a Reply