রক্তে কেনা স্বাধীনতা একি তোমার মান,
তবে কেন নিত্য দেখি হারাই যে সম্মান।
স্বাধীন দেশের স্বাধীন মানুষ স্বাধীনতা কই,
অন্নের লাগি তবে কেন হাহাকার হয়ে রই।
মজুর চাষা রক্ত দিয়ে দেশ করেছে স্বাধীন,
তাদের ভাগ্যে জুটেনি সুখ, দুঃখে কাটায় দিন।
জেলে কামার খেটে মরে বুঝেনা অত কিছু,
অভাব তাদের নিত্য সঙ্গী নেয় যে পিছু পিছু।
পথের ধারে পথ শিশু পথেই তাদের বাস,
স্বাধীন দেশের শিশু তারা একিই পরিহাস!
শত বৈষম্যের যাঁতাকলে পিষ্ট স্বাধীন দেশ,
লোভাতুরা মানুষ গুলো দেশটি করলো শেষ।
সব ক্ষেত্রে পেতেছে তারা মানুষ মারার ফাঁদ,
স্বাধীন দেশে পায়না কেন স্বাধীনতার স্বাদ?
আবুল কালাম আজাদ