You are currently viewing স্বাধীনতা আমাদের সম্বল

স্বাধীনতা আমাদের সম্বল

রক্ত ক্ষয়ই এই মার্চ স্বাধীনতার মাস,
আসলো বর্ষ ঘুরে; এইদিন সেইদিন
সোহরাওয়ার্দী রেসকোর্স ময়দানে,
অগ্নি জ্বালিয়ে দিলো বাঙালির রক্তে, প্রাণে
অগ্নি জ্বালিয়ে দিলো আকাশ,বাতাস,জমিনে।
বঙ্গবন্ধুর অগ্নিঝরা জ্বালাময় গর্জনে।
বীর বাঙালির বদন জুড়ে একটিই স্লোগান,
জয় বাংলা জয় করবো; দিতে হলেও প্রাণ।

৭ই মার্চের ভাষণ ছিলো ঝড়োবেগী অগ্নিতপ্ত তীর,
শত্রুসেনার দেয়াল ভেংঙে করেছিলো চৌচির।
বজ্রকন্ঠে শুনালেন কবি তার অমর কাব্যখানি,
বুলেট গতিতে ছুড়ে দিলো বিস্ফোরিত বাণী;
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।

বঙ্গবন্ধুর যুদ্ধ ডাকে ক্ষিপ্ত জাতি সাহস পেলো মনে,
তুমুল যুদ্ধে মেতে উঠেছিল শত্রুর পক্ষের সনে।
বাংলা মায়ের দামাল ছেলেরা সেচ্ছায় দিলো প্রাণ,
একসিন্ধু তাজা রক্তের বদলে; রাখলো জাতির মান।
পালিয়ে গেলো বাংলা ছেড়ে বৈরীপশুর দল,
স্বাধীনতা পেলো বীর বাঙালি,আমাদের সম্বল।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

inbound1061679100500289558.jpg

মোহাম্মদ শাহীনূর রহমান

Leave a Reply