You are currently viewing স্বাধীনতা

স্বাধীনতা

স্বাধীনতা

স্বাধীনতা (৪)
স্বাধীনতা তুমি লাখ শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশ।।
স্বাধীনতা তুমি সবুজের মাঝে লাল, তোমার রূপের নাইকো শেষ।
ও স্বাধীনতা, তুমি লাখ শহীদের রক্তে কেনা আমার বাংলাদেশ…।।

স্বাধীনতা তুমি বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ,
স্বাধীনতা তুমি রেসকোর্স ময়দান থেকে সৃষ্ট গণআন্দোলন।
স্বাধীনতা তুমি বাঙালির মুক্তির তরে জাতির পিতার স্বপন,
স্বাধীনতা তুমি বাঙালির অধিকার আদায়ের বীজমন্ত্র বপন।

স্বাধীনতা তুমি শহীদ যোদ্ধাদের আত্মত্যাগের অম্লান দান,
স্বাধীনতা তুমি মুক্তিযোদ্ধাদের চিরকালের ভরসার সোপাান।
স্বাধীনতা তুমি বিধবা নারীর বেঁচে থাকবার প্রাণের সম্বল,
স্বাধীনতা তুমি দুস্থ অসহায়ের দু’মুঠো আহারের অবলম্বন।

স্বাধীনতা তুমি জাতির পিতার রেখে যাওয়া সেই সংগ্রাম,
স্বাধীনতা তুমি বৃথা না হওয়া লাখ শহীদের রক্তের দাম।
স্বাধীনতা তুমি সত্য-ন্যায়ের দেখানো পথের সারগাম,
স্বাধীনতা তুমি অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা সেই সংগ্রাম।

স্বাধীনতা মানে রেসকোর্স ময়দানে বজ্রকন্ঠে বঙ্গবন্ধুর ভাষণ,
স্বাধীনতা মানে নেতার পক্ষে মেজর জিয়ার বেতারে আহ্বান।
স্বাধীনতা মানে পুলিশ-ইপিআর, মুক্তিবাহিনীর স্বতস্ফূর্ত জাগরণ;
স্বাধীনতা মানে লাখ শহীদের রক্ত আর প্রাণের শ্রেষ্ঠ আত্মদান।

স্বাধীনতা মানে মায়ের বুকে সন্তানের জন্য নির্ভয়-নিশ্চিন্ত অবস্থান,
স্বাধীনতা মানে মনের কথা বুক ফুলিয়ে বলতে পারায় রাষ্ট্রে সহবস্থান।
স্বাধীনতা মানে অসহায়ের সহায়-সম্বল পেতে নেতাদের সেবাদান,
স্বাধীনতা মানে উন্নয়নের সোপানে আমাদের সকলেরই অবদান।

স্বাধীনতা মানে মুক্ত মনে মুক্ত আকাশে নির্বিঘ্নে সবার উড়া,
স্বাধীনতা মানে দেশের নাম নিয়ে বুক ফুলিয়ে বৈদেশেতে ঘুরা।
স্বাধীনতা মানে সর্বদা সত্য-ন্যায়ের পক্ষে অবিচল হয়েই থাকা,
স্বাধীনতা মানে দুস্থদের সেবায় প্রাণভরে দু’হাত বাড়িয়ে রাখা।

স্বাধীনতা মানে সত্য পথে মতামত প্রকাশের জন্য নির্ভীক সৈনিক,
স্বাধীনতা মানে বীরের ন্যায় অন্য়ায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো দৈনিক।
স্বাধীনতা মানে শিক্ষাঙ্গনে সন্ত্রাস নয়, ছাত্র-শিক্ষক হবে পাঠে নির্ভীক,
স্বাধীনতা মানে সংবিধানের প্রতি শ্রদ্ধা আর সবাই হবো রাষ্ট্রের সৈনিক।

লেখক : তরিকুল ইসলাম মাসুম
বিএসসি (অনার্স) ও এমএসসি ইঞ্জিনিয়ারিং, ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।
থিসিস গবেষক, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, বিসিএসআইআর, ঢাকা।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

ভাইভা-১.jpg

তরিকুল ইসলাম মাসুম

Leave a Reply