inbound2618193577373797280
inbound2618193577373797280

স্ব রচিত কবিতা

আমিই রাজা
-জাহিদ খান

অনেক পড়ে খরচ করে
শিক্ষা নিয়েছি মস্ত,
নানা কলা কৌশল করে
বি সি এস করেছি হস্ত।

হেথায় ঘুরে হোথায় ঘুরে
মাঝে মধ্যে বিদেশ ট্যুরে
দুলাভাই আর মামার জোরে
প্রমোশন নিয়েছি নিজের করে।

চলি যেনো আমিই রাজা
বেতন টা পাই মোটা তাজা
জানি না তো কায়ো ক্লেশ
যাচ্ছে কেটে দিন যে বেশ।

তোমরা যারা আমার অধীন
হওনা তুমি যে বা যিনি
সকাল সন্ধ্যা কিবা আধার
বলতে হবে আমার স্যার।

স্যার শুনতে ছাত্র জীবন
জীবন করেছি মরণ পণ
বলতেই হবে আমায় স্যার
ব্যত্যয় ঘটায় সাধ্য কার?

আমার সুখ আমার শান্তি
করবোই আমি রেখোনা ভ্রান্তি,
জেনে রেখো আমিই রাজা
তোমরা আমার বাধ্য প্রজা।

inbound2618193577373797280

Jahid Khan

Leave a Reply