হারিয়ে যাওয়া
উমর ফারুক
হারিয়ে যাওয়া ইচ্ছে গুলো
বেড়ায় উড়ে মেঘের সাথে
হারিয়ে যাওয়া স্মৃতি গুলো
বেড়ায় উড়ে গভীর রাতে।
হারিয়ে যাওয়া অতীত আমার
ভাসছে দেখি মেঘের ভেলায়
রঙিন দিনের স্বপ্ন গুলো
যায় ফুটে সে সকাল বেলায়।
হারিয়ে যাওয়া সুখের বাঁশি
মেঘের ভেলায় বাজছে আজ
হারিয়ে যাওয়া স্বাধীনতার
উঠছে যে সুর হৃদয় মাঝ।
হারিয়ে যাওয়া স্মৃতির নদী
টলমলে হয় চোখের জলে
হারিয়ে যাওয়া ব্যথার বাতি
গভীর রাতে মৃদু জ্বলে।
হারিয়ে যাওয়া আমার মন
হাসি কান্নার রামধনুতে
ছড়িয়ে আলো হয় জোরালো
বসন্ত রাত পূর্ণিমাতে।
UMOR FARUK