inbound4310952032835649854
inbound4310952032835649854

হারিয়ে যেতে হবে

না চাইলেও একদিন,
হারিয়ে যেতে হবে।
অজানা এক দেশে,
ফিরে আসবো না কভু।
কারো প্রিয় মানুষ বেসে,
মনের কথা মনেই থাকবে।
বলা হবে না কাউকে,
খুবই কষ্ট হবে আমার,
প্রিয় মানুষদের ছেড়ে।

inbound4310952032835649854

মুহা. ইব্রাহীম শেখ ম

Leave a Reply