You are currently viewing হে মানুষ

হে মানুষ

“হে মানুষ”
তরিকুল ইসলাম খান আরিফ
—————+++++—————
স্রষ্টার কৃপায় উন্নত মস্তিষ্ক তোমার।

জগৎ জয় করেছ তুমি
নিজেকে নিজে করেছ মহান
এই বিশ্বব্রহ্মান্ডে তোমার তুলনা কেবল তুমিই;
তুমি মানুষ।

অন্য সকল প্রাণীরা জড় নয় জানি,
কিন্তু বুদ্ধিতে স্থুল।
তবুও স্বজাতির কাছে
তারা শতভাগ নিশ্চিন্ত, নিরাপদ এবং ভয়ডরহীন।
নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কখনো কখনো
তারা হয়ে উঠে রুক্ষ, কঠিন, নির্দয়।
কিন্তু তারা লোভী নয়!

কিন্তু মানুষ, তুমিই একমাত্র প্রাণী
যে কিনা জেনে বুঝে অপরাধ করে
এবং তাতে লজ্জিত না হয়ে বরং গর্ববোধ করে!
তোমার স্বজাতি
তোমাকেই সবচেয়ে বেশি ভয় পায়,
এবং তোমার কাছেই তারা নিজেদের
সবচেয়ে বেশি অনিরাপদ ভাবে!

তাই তো বলি, হে মানুষ-
তুমি তো পশু নও, তুমি মানুষ।
পশু কেন হবে তোমার চেয়ে উত্তম,
কখনো কি ভেবে দেখেছ একবার?

inbound5032238920011933687.jpg

তরিকুল ইসলাম খান আরিফ

Leave a Reply