হে মুসলমান! তুমি রোজা রাখ রোজা তোমার স্বতিত্তের ভুষণ
রোজার মাসে যে রয়না রোজা হায় সে তো হলো ভাই কুজন।
রোজা রাখলে রবের সন্তুষ্ট মিলে কমে নাতো কারো ওজন
মানই বা যদি তাহা দেখাও গনে পাড়ায় গ্রামে এমন আছে কজন।
হাদীস আছে রোজা আসলে কমিয়ে দাও অধিনস্তদের কর্ম
প্রতি কাজে সহিংসতা শিখায় ইহাই খোদার মনোনিত ধর্ম।
হে মুসলমান! রোজার মাসে রোজা রেখে পবিত্রতা রক্ষাকর তার
খোদার রেজা হাসিল করতে বর্জন কর নিষেধগুলো সাথে পানাহার।
অফার চলছে মহান অফার কেহ বঞ্চিত না হয়ে করাও গোনাহ মাফ
রাসূল(স)বলেন মাগফিরাতে ব্যার্থ হলে বর্ষণ হয় সদা খোদার অভিশাপ।
মুমিন পরিচয়ে ইহার চেয় বড় বল কি থাকতে পারে পরিতাপ
মৃত্যুর পূর্বে জাগাও ভাইরে নিজের গুনে সাচ্চা অনুতাপ।
প্রভু বলেন! রোজা হলো আমার জন্য প্রতিদান আমি নিজেই
রোজাদারের জন্যে প্রভু খুলেন প্রত্যহ দারে রাইয়্যান এভাবেই।
গুনাহের আসবাব আছে যত এদিয়ে গুনাহ মোদের হচ্ছে শত
মাগফিরাত চাও যদি দৌড়ে চলো রবের তরে কর শির নত।
Abrarul Haq Amdad