জাগরিত হোক সবারি বিবেক
আমাদের বিবেকের দরজা বন্ধ,
আর তাইতো এত সুন্দর যুগল
আঁখি থাকতে হয়ে রইছি অন্ধ।
নিজের স্বার্থ খুঁজোনা ! তাহলে
কিন্তু তুমি হয় পড়বে বশীকরণ,
কতজনই আছে লোভেই তারা
যায় চাঁটতে অন্যের যুগল চরণ।
যত ভূল দেখো তা আইওয়াশ
কেহ ভূল করে হয়ে ব্রেনওয়াশ,
নিজস্বার্থ আর অসচেতনতাই
নিজেরা দিচ্ছি নিজেদের বাঁশ।
আমরা কেনো নির্বোধ নিজেরা
বুঝছিনা নিজেদের ভালোমন্দ,
স্বার্থান্বেষী আজ নেপথ্যে থেকে
মোদের ভিতরে বাঁধিয়েছে দ্বন্দ্ব।
বৃহৎ স্বার্থে এসো সবাই আমরা
করি ভুল বুঝাবুঝিরই অবসান,
স্বার্থসিদ্ধিই অন্যজনার, কেনো
একভাই অন্য ভাইকে অপমান।
মোহাম্মদ মজিবুল হক