inbound9050772010898517714
inbound9050772010898517714

মাধবীলতা ও জোনাকির গল্প

মাধবীলতা ও জোনাকির গল্প
আজিজুল হক

নিজেকে কখনো বিক্রি করিনি তোমার কাছে,
বিক্রি করিনি নিজেকে কোন চাঁদ জোসনা ও জোনাকির কাছে..
আমাকে তোমার মত নগ্ন উলংগ প্রাণীর কাছে সঁপে দেয়ার নির্লজ্জতা দেখায়নি তাই!
তোমার ইচ্ছে গুলো জোনাকি পোকার মতো খোলস ছেড়ে বেড়িয়ে এসেছে সর্বত্র,
দেয়ালে দেয়ালে,হৃদপিণ্ডে, পথের দুধারে অক্টোপাসের মত তোমার উদ্ভিন্ন যৌবনের ছবি তাই আমার পছন্দ নয়।
আমার আকাশ টা তাই মুক্ত ,
সেখানে ডানা মেলে উড়ে চিল,শালিক কিংবা মাধবীলতার সৌন্দর্যে ছড়ায় দিগন্ত ব্যাপী সুবাস।
তোমার চলার পথ তোমার,
তোমার পথের দুধারে যৌবন গুলো বসে প্লাকাট হাতে অবিরত স্লোগান দিয়ে যায় ন্যয্য অধিকারের,
তুমি তখন হেরে যাওয়া একটা মন, শুধু ঈগল পাখির মতো ছোঁ মারার ব্যর্থ প্রয়াস কর ভাড়া করা গুন্ডায়..
আকাশ টা আমার হাসে তখন চিল শালিকের উন্মুক্ত ভালোবাসায়।
তোমার বিরিয়ানির নির্লজ্জ প্রেম,
বিছানায় ঝড় তোলা শরীরী ক্ষিধে ..
আমি প্রত্যাখ্যান করি অহরহ,
ওতে বিষ দাঁত গুলো শক্ত হয়,
প্রশাসনের বিছানা তাই তোমার পছন্দ,আমার নয়।
আমার উঠোনে কোনো ফুলের চাষ হয় না,
বলতে পার করি না,
লোক দেখানো মিছিলে হাটি না আমি আর..
গলা টিপে ফুলকে মেরে ফেলার বীভৎস আনন্দ অপেক্ষা প্রতিবাদের মিছিলে হাটাই শ্রেয় মনে করেছি প্রতিনিয়ত।
এ পথ কঠিন বটে..
একা ,তুমি নিতান্তই একা..
তবুও মনে রেখ আকাশ টা সম্পূর্ন তোমার!
কিছু স্বপ্ন ,সেও তো কুড়িয়ে আনা যায়,মনে তারে ঠাঁই দেয়া যায়,
কিছু প্রেম,সেও তো গোপনে নীরবে বাসা বাঁধে রোজ মনের অলিন্দে,
কিছু ভালোবাসা ,সে না হয় লোক দেখানো নাই বা হল!
আস্তাকুঁড়ের নিক্ষিপ্ত জঞ্জাল তুমি শাড়ির আঁচলে বেঁধে নিও,
তাতে আর যাই হোক মাধবীলতা বা হস্নসানারা বাস করে না,
কেন না, আমি বিক্রি করিনি নিজেকে কোন বসন্তে কিংবা রোদফাটা তপ্ত দুপুরে,
তোমার বুকের শূন্যতায় তাই মাথা গুঁজবার ইচ্ছে বা খেয়াল কোন টাই আমার ছিল না।
মেঘলা আকাশের দিগন্ত বিহীন খেয়ালে তাই আমি খুঁজে পাই নিজেকে..
তোমার ইশতেহার গুলো তাই আজ পরাজয়ের সারিতে দাড়িয়ে দিন গুনছে ধর্মতলায়,
নানুরে,সাগারদিঘির অলিন্দে
কিংবা বিবেকানন্দের স্ট্যাচুর পদপ্রান্তে..
আমি তখনও চিল শালিকের মুক্ত জীবনের সাক্ষী ,
তুমি তখন বাংলা একাডেমিতে কবিতা পড়ছ নিজেকে বিক্রি করে দিয়ে…..
তখন তোমায় একরাশ বিপন্নতা গ্রাস করেছে,
তুমি তখন পুতুল নাচের সুতোয় নাড়াচড়া
করছ সমস্ত স্বাধীনতার কবর খুঁড়ে!
আমি নির্বাক দৃষ্টিতে চেয়ে দেখছি
বিছানায় ঝড় তোলা তোমার সেই নির্লজ্জ মিথ্যাচারের গল্প!
@আজিজুল হক
12/3/23

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

inbound9050772010898517714

haque AZIZUL

Leave a Reply