You are currently viewing 3 POEM

3 POEM

বেজায় রোদ
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

গরমকালে বেজায় রোদ
ঘাম ঝরে সারাক্ষণ
কোথায় গেলে শীতল পাই
খুঁজে সকল জীবন
সকাল সন্ধ্যে পান্তাভাত আর
দুপুরে ঠাণ্ডা টক দই
পাখার বাতাস যতই লাগাও
মনে হয় গাছের বাতাস কই ?
এসির তলায় যারা থাকেন
তাদের শরীর ঠুনকো
প্রকৃতির কাছে যেটুকু পাবে তাই ভালো
কৃত্রিমতায় তা নেইতো।
মাটির বাড়িতে খড়ের ছাউনি থাকলে
শীতল ভারি ভাই
একতলা যদি পাকাবাড়ি হয়
থেকে শান্তি নাই।
কত মধু আছে রে….বন্ধু
ঐ তালের রসে
আবাল-বৃদ্ধ-বনিতা মুখ রাখে
ঐ সাধের তাল শাঁসে।
বৈশাখ-জৈষ্ঠ পেরিয়ে গেলেই
বর্ষা আসবে নেমে,
রুখা শুখা নদী নালা গুলো
থাকবে না আর থেমে।

শুধু মরুভূমি
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

যেদিকে তাকাই শুধু মরুভূমি
কোথায় এসে থামি
হেরে গেছি আজ তবু জেগে আছি
একটু জলের খোঁজে আমি।
এভাবেই কত পথ হয়ে গেলাম পার
ক্লান্ত মনে চোখেতে আঁধার,
শরীরে আজ ভীষণ ক্ষত
তবু ছুটতে চায় এ মন…. শেষবার ।
পারবো কী না ….এ মন ভাঙে
মাঝি বলে দাও তুমি
তোমার কৃপাতে আজও এ ক্ষুদ্র প্রাণ
রেখেছি ধরে আমি।

বুঝেছিলাম
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

তোমার দু-চোখে জল দেখে
বুঝেছিলাম তোমার ব্যথা
ঐ চোখের জলেই বলেছিল
তোমার মুখের কথা।
চোখে কখন জল আসে
জানি সে তো জানি
তোমার কান্না করবে স্পর্শ
অন্যের হৃদয়ে একটুখানি ?
যে জন বোঝে বোবা মুখের বেদনা
সে জন বুঝবে তোমায়,
কেঁদেছিলে তুমি দেখেছি আমি
আমারও প্রাণ কাঁদে একই বেদনায়।

PHATO.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Reply