বই আলোচনাঃ তৃষ্ণা বসাকের ‘চিন্তাচর্চা
ভাবতে শেখার বই
বইটা আপনাকে কিছু না কিছু শেখাবে।
বদ্ধ প্রকোষ্ঠের অস্থির জানলাগুলো সব খুলে দেবে।
আপনি তাকাবেন, আবারও পড়বেন, আবারও তাকাবেন, আবারও…
চেতনার বাতাসে ছড়ানো ভাবনার কথামালা, তাত্ত্বিক বিজ্ঞান, চিরায়ত সাহিত্য, সময়ের বিজ্ঞাপন- সব পেয়েও বেশি করে না-পাওয়ার এ জীবন কোথায় যেন মিলিয়ে যাচ্ছে পৃথিবীর একলার গল্পে, চিন্তার সৃষ্টিকল্পে, মেঘের প্রযুক্তিবেলায়, যুক্তিহীন মানসিকতার কষ্টের আরামে মানুষের পরজীবী নগরকীর্তনে, ক্ষমতার রিপু টানাটানিতে, অনুবর্তনের জৈব আর্তনাদে –
পথ চলছে চুপ কথার আপন প্রদেশে, মনের বিবর্ণ পাতাগুলো হয়ে উঠছে সজীব, সহজ, সংজ্ঞাত; ভাষার ভয় থাকে না, চিন্তাকেও নতুন ভাবে চিনতে ইচ্ছে করে, অনুভবে শুধুই আনন্দ, নীরবতা যেখানে শান্তি, চর্চা যেখানে নিছকই অভ্যাস নয়, স্রষ্টা যেখানে বড়োই আপন, নিঃসঙ্কোচে যাঁর সামনে দাঁড়িয়ে কথা বলায় কোনো অসুবিধাই মনে হয় না -সেই তৃষ্ণা বসাকের ‘চিন্তাচর্চা’ আমার মতো অক্ষর শ্রমিককেও
বারে বারে ডেকে আনে, ছবি দেখায়।
আমিও মুগ্ধ হয়ে দেখি, দেখি, দেখি।
মগ্নতার শেষ নেই।
আপনারাও পড়ুন। দৃষ্টির অন্তরের অসীম আয়নায় যান্ত্রিকতার প্রচলিত ব্যাকরণবাদের গুণাগুণ গভীর ভাবে বিচার করুন, উন্নীত হন সৃষ্টির আদি গভীরে, অহমিকার চোরাগুপ্তা থেকে নিজস্ব ভুলগুলো ভুলে গিয়ে নেমে আসুন মাটির মুক্ত ভূস্বর্গে, লাভ করুন পরম তৃপ্তি, মূক বইয়ে মুখ না ঢেকে বই পাড়ার কাগুজে বাংলা অক্ষরমালার অনেক কাছাকাছি আসুন, পাড়ি দিন সত্যের ফেরারি উজানে আবার আগের মতো, সেই পুরানো কালের পাড়ায়।
এভাবেও ভাবা যায়!
অমিতাভ সরকার
প্রথম চিত্রঃ বইয়ের প্রচ্ছদ
দ্বিতীয় চিত্রঃ অমিতাভ সরকার
তৃতীয় চিত্রঃ তৃষ্ণা বসাক



AMITABHA SARKAR