inbound3703330553247105617
inbound3703330553247105617

Article

ঠক বাছতে গ্ৰাম উজাড়

বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)

সমীক্ষার কাজে বিভিন্ন জায়গায় যেতে হয়, কখনো নদীর ধারে, কখনো খেত খামারে, কখনো কোন ধর্মীয় উপাসনার স্থলে, কখনো কোন জনপদের চন্ডীমণ্ডপ বা আটচেলায়, সেই সূত্রে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে পরিচয় হয়, কখনো তাদের সাথে বিভিন্ন আলোচনায় মেতে যাই! এতে সমাজবদ্ধ মানুষের চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো অনেকটাই সমাজের আয়নায় উঠে আসে!

আমি একটা জিনিস লক্ষ্য করেছি বর্তমান দিনে সমাজের সর্বস্তরের মানুষের চিন্তাভাবনা অভিযোগগুলো প্রায় প্যারালাল স্তরে এসে গেছে! সমাজ যথেষ্ট নিরব এ ব্যাপারে কোন সন্দেহ নেই, কিন্তু অভাব অভিযোগগুলো যে রয়েছে এটা কিন্তু সত্য! হয়তো বর্তমান সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একটা সাইকোলজিক্যাল ফোবিয়া কাজ করছে, যার জন্য অভাব অভিযোগ গুলো ঠিকমতো দানা বাঁধতে পারছেন না!

সকলেরই প্রায় একই অভিযোগ-“আপনার কলম থেকে বর্তমান সমাজের দুর্নীতি গঠনমূলক আর্টিকেল উঠে আসছে না?”অভিযোগ টা যে মিথ্যা নয় সে ব্যাপারে আমি একমত। কিন্তু ঠক বাছতে যে গ্রাম উজার সে কথা বোঝাই কাকে?

বর্তমান সমাজের রন্ধে রন্ধ্রে দুর্নীতি বাসা বেধেছে! আধুনিক প্রযুক্তি এবং লাইফ স্টাইল সমাজকে প্রচন্ড গতিশীল করেছে! আর এই গতিশীল ডেমোক্রেটভ সমাজ হলো দুর্নীতির আখড়া! এই সমাজ ভোগবাদ ছাড়া আর কিছুকেই তোষামোদ করে না! আর সেসব পূরণ করার জন্য মানুষ স্বাভাবিকভাবেই দুর্নীতির আশ্রয় নেবে!

স্থিতিশীল সমাজ সাধারণত সমাজের ন্যায় নীতি আদর্শ মূল্যবোধ আইন কানুন সবকিছুকেই তোষামোদ করে যেটা ধীরগতি সম্পন্ন , কিন্তু সমস্ত ঐতিহ্য এবং সংস্কৃতিকে বজায় রাখে! এবং ঐতিহ্য সংরক্ষণ করে! সুদূর অতীতে এশীয় তথা ভারতীয় সমাজ এই ধারায় প্রবাহিত হয়েছিল, ফলে সমাজে দুর্নীতি স্বাভাবিক ভাবেই ছিল কম! অন্যদিকে প্রযুক্তির দ্রুত বিকাশের ফলে পাশ্চাত্যের সমাজ ছিল প্রচন্ড গতিশীল তাই সেখানে আদর্শ ঐতিহ্য ঠিকভাবে সংরক্ষিত হয়নি। ফলে দুর্নীতি ও সমানতালে বেড়েছিল! ফলে স্বাভাবিক ভাবেই বিধিবদ্ধ সংগঠনের দ্বারা তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল!

বর্তমানে পাশ্চাত্য সভ্যতা সংস্কৃতি এবং প্রযুক্তি দ্রুত বিকাশের ফলে ভারতীয় সমাজ প্রচন্ড গতিশীল হয়ে পড়েছে, ঐতিহ্য ন্যায় নীতি আদর্শ মূল্যবোধ এই সমাজে খড়কুটের মতো উড়ে চলে যায়, আর এই গতিশীল সমাজ হল দুর্নীতির বুদবুদ! যা এক সময় গোটা পুকুরটাকে ভরিয়ে দেয়! তাই ঠক বাছতে গা উজাড় হয়ে যায়!

** সমাজ সংস্কৃতির প্রেক্ষাপট থেকে উঠে এসেছে!!

inbound3703330553247105617

Barid Baran Gupta

Leave a Reply