হয়তো অনেক কাল আগে
রূপসী বাংলায় আমি এসেছিলাম
প্রকৃতির তালে তালে হেসেছিলাম
সোনালী ধূসর আলো মেখেছিলাম !
এক এক করে পেরিয়ে গেল সময়!
স্মৃতির ছায়ায় ঘোরে ফেরে
সোনালী অতীত!
বারে বারে পিছু ফিরে ডাকে যে আমায়!
ছায়া মাখা পথ বেয়ে
খড়ি চলেছে চুপিচুপি দূরে বহু দূরে
গ্ৰাম গুলি উদাস কিশোর চাউনি
লাজুক নয়ন খোঁজে
নুপুরের রিনিঝিনি তারি কুলে কুলে
কৃষক কৃষাণীর সুরে
জেগে ওঠে মাঠ-ঘাট আষাঢ় কিবা অঘ্রানে
বারে বারে ডুবে ডুবে ভেসে ওঠে
হারানো প্রকৃতির সুখ
আমার রুপসী বাংলার মুখ!
এই নিয়ে বাঁচি হাজার হাজার বছর !
অতীত স্মৃতির জোরে,
আলো-আঁধারি পথ বেয়ে
বারে বারে ভেসে ওঠে
হারিয়ে যাওয়া পৃথিবীর সুখ
আমার রূপসী বাংলার মুখ !
#আমার রুপসী বাংলার মুখ #
বারিদ বরন গুপ্ত (পূর্ব বর্ধমান)
Barid Baran Gupta