Cleopatra
Cleopatra

ক্লিওপেট্রা (Cleopatra)

ক্লিওপেট্রা (Cleopatra)

মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)


সপ্তম ক্লিওপেট্রা থেয়া ফিলোপেটর (Cleopatra VII Philopator) ছিলেন মিশরের টলেমাইক রাজ্যের রানী (Queen of the Ptolemaic Kingdom) ৷ জন্ম: ৭০/৬৯ খ্রিস্ট পূর্ব, মৃত্যু : ১০ই আগস্ট ৩০ খ্রিস্ট পূর্ব, আলেকজান্দ্রিয়া, মিশর ৷

ইতিহাসে তিনি ক্লিওপেট্রা নামে পরিচিত ৷ তিনি ছিলেন প্রাচীন মিশরের টলেমাইক রাজবংশের সদস্য (Ptolemaic dynasty) ৷ এ রাজবংশের প্রতিষ্ঠাতা Ptolemy I Soter এর বংশধর ৷ Macedonian Greek General এবং প্রাচীন গ্রিক রাজ্য Macedon এর রাজা মহামতি Alexander the Great (২০/২১জুলাই ৩৫৬ খ্রিস্ট পূর্বাব্দ – ১০/১১জুন ৩২৩ খ্রিস্ট পূর্বাব্দ) এর সহচর ৷

ক্লিওপেট্রা তার নিজের সৌন্দর্য এবং রোম সাম্রাজ্যের সেনাপতি, একনায়ক Julius Caesar (গাইও জুলিও কায়েসার) এবং রোমান সেনাপতি, রাজনীতিবিদ Mark Antony (ইতালীয়: Marcus Antonius) এর সাথে তার প্রেমের সম্পর্কের জন্য ইতিহাসে বিশেষভাবে পরিচিত ৷

ক্লিওপেট্রা ছিলেন সর্বশেষ সক্রিয় ফারাও (Pharaoh) । ফারাও হচ্ছে গ্রিক এবং রোমানদের কর্তৃক মিশর বিজয়ের পূর্ব পর্যন্ত প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের প্রচলিত উপাধি । ফারাওগণ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিলেন । প্রাচীন মিশরে সাধারণত পুরুষরাই ছিলেন শাসক, কিন্তু খুবই বিরলভাবে মহিলা শাসকদের হ্মেত্রেও ফারাও শব্দটি বা উপাধি ব্যবহার হতো ।

প্রাচীন মিশরীয় সভ্যতায় ফারাও জনগোষ্ঠী বিশ্বাস করতেন যে, মৃত্যুর পর তাদের আত্মা পৌরাণিক দেবতা Horus (হোরাস, হেরু, হোর, হার) এর আত্মার সাথে মিশে যাবে ৷ বাজপাখি (Falcon) দেবতা হিসেবে Horus পূজিত ছিলেন ৷ আকাশের দেবতা হিসেবে তাকে মান্য করা হতো । যার দু’চোখ ছিল চন্দ্র এবং সূর্য ৷ ফারাওগণ নিজেদেরকে সূর্যের বংশধর বলে মনে করতেন । তাই তারা নিজেদেরকে দেবতা ভাবতেন এবং নিজ বংশের বাইরে কাউকে বিবাহ করতেন না । এতে করে রক্তের বিশুদ্ধতা বজায় রাখার জন্য নিজ রক্তের ভাই-বোনেদের মধ্যেই বিবাহ সম্পন্ন হতো ।

এ বিবাহকে রক্ত সম্পর্কীয় বিবাহ (Consanguineous marriage) বলে ৷ ফারাওগণ বিশ্বাস করতেন যে, মৃত্যুর পরও তাদের জীবন রয়েছে । তাই তারা মৃত্যুর পর মরদেহকে পচন থেকে রক্ষা করতে মমি’র মাধ্যমে বিশেষ ব্যবস্থায় ও এর সাথে স্বর্ণালংকারসহ দৈনন্দিন জীবনের ভোগ-বাসনার প্রয়োজনীয় সকল সরঞ্জামকে বিস্ময়কর পিরামিড (Pyramid) তৈরি করে এর নিচে সমাধিকক্ষের শবাধারে সংরক্ষণ করতেন ।

নীল নদকে কেন্দ্র করে মিশরের সভ্যতা গড়ে উঠেছিল বলেই ইতিহাসের জনক (The Father of History), প্রাচীন পারস্যের অধিবাসী, গ্রিক ইতিহাসবিদ ও ভূগোলবিদ Herodotus (খ্রিস্ট পূর্ব ৪৮৪-৪২৫) মিশরকে “নীল নদের দান (Gift of the Nile)” বলেছেন ৷ ৫০০০-৩২০০ খ্রিস্ট পূর্বাব্দ পর্যন্ত সময়ের তৎকালীন মিশরকে প্রাক-রাজবংশীয় যুগ বলা হয়ে থাকে । Memphis বা Mem-nefer হচ্ছে প্রাচীন মিশরের Inebu-hedj এর রাজধানী ।৷

*তথ্যসূত্র: আন্তর্জাল (The Internet)

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

Cleopatra

মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)

Leave a Reply