একটি খোলা চিঠি/ দেবাশীষ চক্রবর্তী
মধুমিতা,
তুমি, আগের চিঠিতে সোনালি বিকেলের কথা লিখেছিলে। আমি ভেবেছিলাম তুমি আমার অপস্রিয়মাণ যৌবনকে মিথ্যে গৌরব দিতে চাইছ। আজ বুঝলাম সত্যিই বিকেল সোনালি হয়, হতে পারে।
ঘটনাটা খুলে বলি, বিকেলে ছাদে বসেছিলাম হঠাৎ দেখি এক আশ্চর্য সোনালি রোদ ছাদে শালিকের মতো নেচে বেড়াচ্ছে। দত্তদের বাড়ির সাদা দেয়ালে সোনা রোদ হাসতে হাসতে গড়িয়ে পড়ছে।
আলোর জাদু আর রোদের মায়া মিলেমিশে একাকার হয়ে গেছে। একেই বোধহয় তোমরা কনে দেখা আলো বল। আমি ওর নাম দিয়েছি কনকচাঁপা রোদ।
কনকচাঁপা রোদ দেখতে দেখতে মনে হচ্ছিল, এখন একটা দোয়েল এসে টগর গাছে বসুক; শিস দিক।
মধুমিতা, তুমি আমার সোনালি বিকেলের দোয়েল হবে?
মধুমিতান্তে
তোমার ওই’
দেবাশীষ চক্রবর্তী