দেখা পেলেম
তোমার দেখা পেলেম,
বসন্তের এই উন্মত্ত সমীরণে।
কখনো দোল পূর্ণিমার রাতে স্নিগ্ধ জ্যোৎস্নার কিরণে।।
কখনো বা দোল উৎসবের আবিরের নানান রঙে।
আবার কৃষ্ণচূড়া আর পলাশের আহ্লাদিত ঢঙে।।
তোমার দেখা পেলেম,
শান্তিনিকেতনের বেহিসাবি লালমাটির ঢালে।
কখনো বসন্ত উৎসবে নৃত্যশিল্পীদের নৃত্যের তালে।। আবার গুরুদেবের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে।
কিংবা ছাতিম তলার মুগ্ধ বাতাবরণে।।
তোমার দেখা পেলেম,
উপাসনা গৃহের প্রভাতী সঙ্গীতের স্বরলিপির ভাঁজে।
কখনো বা খোয়াই হাটের সেই পাঞ্জাবির কাঁথা কাজে।।
কখনো আমার কুঠির আর বিশ্ববাংলা হাটের কোনো একধারে।
আবার নিস্তরঙ্গ খোয়াই-কোপাই এর পারে।।
তোমার দেখা পেলেম,
মহুয়া-পিয়ালের মন মাতাল করা ঘ্রাণে।
কখনো বনপলাশের পদাবলীর কীর্তন গানে।।
অথবা নিস্তব্ধ সোনাঝুরির কোনো এক উদাসী দুপুরে।
কখনো আবার পাগলপারা মধুকন্ঠ বাউলের
সুরে।।
অবশেষে তোমার দেখা পেলেম,
এই ভরা বসন্তের প্রতিটি আবেগে,
প্রতিটি অনুরণনে, প্রতিটি ছন্দে।
তাই হৃদয়ের গচ্ছিত অনুরাগে বসন্তকে
সাজিয়ে দিলেম।।
©প্রিয়াঙ্কা।
Priyanka Ghosh