inbound5662747215923852533
inbound5662747215923852533

Ei Anurag

এই অনুরাগ
চৈত্রের শেষ প্রহরে প্রকৃতিতে সৃষ্টি হয় এক অদ্ভুত অনুরাগের আবেশ।
এই অনুরাগ সম্মোহনের সামর্থ্য রাখে।
এই অনুরাগ কখনও চঞ্চল, কখনো উদাসীন, কখনো বিষণ্ণ।
এই অনুরাগ সর্বনাশী যন্ত্রণা তৈরি করে হৃদয়ে আলোড়ন তোলে।
কিন্তু এই অনুরাগ জানে নিজের গোপনীয়তা বজায় রাখতে।
তাই নিস্তব্ধ রাতের অন্ধকারের গ্যালাক্সিতে মিশে গিয়ে আত্মগোপন করে এই অনুরাগ।।
©প্রিয়াঙ্কা🍁

inbound5662747215923852533

Priyanka

Leave a Reply