You are currently viewing Hasan

Hasan

“বয়ছে তুফান”

রাতের আকাশে চন্দ্ৰ হেসেছে
গগন ঢেকেছে মেঘে
শিউলি বকুল হাসনাহেনার
পাঁপড়ি উঠেছে জেগে।

ঝরছে বৃষ্টি বয়ছে তুফান
বিজলি চমকায় আলো
চাদের মুখটা সহসায় দেখি
ঢেকেছে মেঘ কালো।

একলা বসে ঘরের কোণে
কাঁথামুড়ি দিয়ে
ভাবছি বসে জানালার পাশে
শুধু তোমায় নিয়ে।

হাসনাহেনা ছড়ালো সুবাস
দখিনা সমীরণে
মুগ্ধ হয়ে হেঁকেছি ভজন
প্রভু তোমার শানে ।
FB- mdrobiulhasan0

1679599822028.jpg

Md Robiul

Leave a Reply