*কল্পনায় পাহাড় দর্শন*
তোমার হাত ধরেই পরিচয় হোক
পাহাড়ের সঙ্গে।
আমি পাহাড়ের কাছে একদম অপরিচিতা।
তোমার তো পাহাড় বহুকালের চেনা।
তোমাদের পূর্ব পরিচয়ের দরুণ তোমরা পরস্পর বেশ বন্ধুস্থানীয়।
তাই তোমার সূত্র ধরেই শুরু হোক পাহাড়ের সঙ্গে আলাপচারিতা।।
তোমার হাত ধরেই পেরোবো পাহাড়ের আঁকাবাঁকা পথ। এগিয়ে যাবো ঢেউ খেলানো পাহাড়ী উপত্যকার দিকে।
তারপর পাহাড়ের পাকদন্ডী বেয়ে উঠবো আরও উপরে। সেখানে দেখবো সূর্যোদয়,দেখবো মেঘ-পাহাড়ের ছোঁয়াছুঁয়ি খেলা।
ছুটন্ত মেঘগুলোকে ধরে ওদের গায়ে লিখবো মেঘ-পাহাড়ের প্রণয়গাঁথা কবিতা।
এরপর শুনবো পাইন,দেবদারু এবং আরও অজানা গাছের ফিসফিসানি।
এভাবেই কেটে যাবে আস্ত একটা বেলা।।
তোমার হাত ধরেই উপভোগ করবো পাহাড়ী ঝর্নার
কলতান।
অজস্র পাহাড়ী ফুলের মিষ্টি মধুর গন্ধের সঙ্গে দেখবো ফুলেদের গোছানো সংসার।
তারপর বন্ধুত্ব করবো ঐ পাহাড়ী ঝর্নার সঙ্গে, যাতে মন খরাপের কান্নাগুলো নেমে এসে মিশতে পারে ঝর্নার সঙ্গে।
তোমার ক্যামেরার লেন্সে বন্দী হবে পাহাড় আর প্রকৃতির অমোঘ প্রণয়ের চিত্র।
এমন অপরূপ দৃশ্য অবলোকন করতে করতেই চিত্ত হবে অসার।।
তোমার হাত ধরেই দেখবো পাহাড়ী জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্য।
দেখবো পাহাড়ী জ্যোৎস্না কীভাবে অন্ধকারাচ্ছন্ন পাহাড়ের খাঁজে খেলে বেড়াচ্ছে আর গাছগুলোও জ্যোৎস্না স্নান করছে।
তারপর দেখবো গাছের পাতার আলোছায়ায় অদ্ভুত এক মায়াবী রূপ।
সেই মন্ত্রমুগ্ধ মুহূর্তে মনে হবে চারপাশে যেন কোনো অদৃশ্য চিত্রশিল্পী তুলির আঁচড়ে রুপালী রঙ করে দিয়েছে।
এইভাবেই তোমার হাত ধরে দেখা হয়ে যাবে পাহাড়ের স্বর্গীয় সৌন্দর্য, যেখানে মোহময়ী রূপ লাবণ্য উপচে পড়ছে।।
©প্রিয়াঙ্কা🍁
Priyanka Ghosh