PHATO
PHATO

POEM

কেড়েছো এ মন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

হারিয়ে ফেলেছি আমার এ মন
তুমি যে আমার বড়ই আপন
যখনই লাগে নিজেকে একা
শুধু তোমাকেই পাই যে দেখা,
কত ছবি আঁকি মম জীবন পাতায়
তোমার রূপবত্তা আমাকে ভাবায়।
কখনো তোমাকে দেখি ধীর হৃদয়ে
সেই তুমি কখনো যাও চল চপল হয়ে।
তুমিতো সর্বশক্তিমান, তুমি বহুরূপী
তোমার পরিপন্থি হলে উন্মুক্ত তোমার রক্তআঁখি।
তুমি জানো বাসতে ভালো
জীবনে দাও বাঁচার আলো
তুমিই মেটাও পেটের জ্বালা
আঁধারেতে দাও আলোর মেলা।
তোমায় নিয়ে দেখি স্বপন
তুমি আমার কেড়েছো এ মন।

চলছে এভাবেই
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

নিজের মনকে প্রশ্ন কর
মুখের সম্মুখে আয়না ধর
কোন পথ চলে পাবি সুখ
কোথায় গেলে বাড়াবি দুঃখ।
যদি ধরে তোরে বদ নেশা
লোক ঠকানো হয় পেশা
করিস না তুই বৃথা আশা
পাবি না কারোর ভালোবাসা।
দু-দিনের সুখে মত্ত থেকে
জীবনে আনবি আঁধার ডেকে,
সরল পথে চললে রে পথ
মান সম্মান রবে বলবৎ।
আজকে রাজা কালকে নিঃস্ব
চলছে এভাবেই পুরো বিশ্ব ।

PHATO

SIDDHESWAR HATUI

Leave a Reply