PHATO BRP4ugQkGysq
PHATO BRP4ugQkGysq

POEM

আমি যে নিরুপায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

ভিখারি চাহিছে ভিক্ষা
এক ক্ষুধার্তের সমীপে
বাবা…. আমায় দাও কিছু টাকা
গতকাল হইতে আমি আছি ভুখা পেটে ।
ক্ষুধার্ত বিনীত কণ্ঠে কয়
হায় রে কপালপোড়া তুই…
খুঁজলি আমার নিকট, আমি যে নিরুপায় !
ভিখারি শুনিয়া কহে…কেন বাবা ?
আমি চাইনি তো বেশি কিছু,
এবেলা দু-মুঠো খাইব বাবা তাই…
তোমার পায়ের নিকট করি মাথা নিচু।
ক্ষধার্ত ভাবিয়া কহে…ওরে বাছা ভিক্ষুক
আমি যে ক্ষুধায় কাতর হইয়া
চাহিয়া চাহিয়া না পাহিয়া এখানে বসিয়াছি, মনে বড় দুঃখ !
ভিখারি হাসিয়া বলিল….বাবু তুমিও ভিখারি ?
ক্ষুধার্ত শুনিয়া কাঁদিয়া কাঁদিয়া কয়…
আমার তো সবই ছিলো বাছা, আজ আর নেই, ছেলে-বৌমা বাড়ি হইতে
দিয়াছে তাড়িয়ে, আমার লাগিয়া ওদের যেন না খরচ বেশি হয় !
ভিখারি বলিল…বাবু আমার সঙ্গে এসো
দুজনে মিলিয়া করিব ভিক্ষা,
এই রাজ পথে পথে…..এ বাড়ি ওর বাড়ি
জুটাইব দু-বেলা দু-মুঠো অন্ন
লাজ-লজ্জা সকল কিছু ছাড়ি।

PHATO BRP4ugQkGysq

SIDDHESWAR HATUI

Leave a Reply