ভেসে যাবে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
একটা সময় ছিল
কত সুমধুর
ছোটরা করত বড়দের
যোগ্য সম্মান।
বড়রা প্রতিদানে দিত
ছোটদের ভালোবাসা।
আজ আর সেভাবে
কেউ ভাবেনা।
পূর্বে হিংস্র মনোভাবের
মানুষ ছিল কম,
স্বার্থের জালটা ছিল
নিতান্তই ছোটো।
মানুষে মানুষে সম্পর্ক
ছিল বহু দৃঢ়।
যা আজ হয়ে গেছে
এক্কেবারে ঠুনকো।
সমাজিকতা বোধ
ক্রমান্বয়ে ক্ষয়িষ্ণু,
বর্তমানে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে
কাজ করছে মানুষ।
ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে
চেনা অনেক কিছু।
হয়তো আর তাদের সাথে
হবে না দেখা।
ভবিষ্যত প্রজন্মের নিকট
হয়ে যাবে ইতিহাস।
হয়তো সেদিন থাকব না
আমি-তুমি কেউ,
থেকে যাবে তাদের পুরানো
সেই মধুর স্মৃতি।
হয়তো এভাবে চললে
হারাবো আরো অনেক,
যা আমাদের জীবনে
কল্পনার বাইরে
ভবিষ্যতে মানুষ যন্ত্রণায়
ছটফট করবে একপাশে, আর
অন্তরাল থেকে আসবে ভেসে
গোপন কান্নার আওয়াজ
প্রকৃতির চোখের জলে
ভেসে যাবে সবকিছু ।
SIDDHESWAR HATUI