S.H QyF2dGZUYnl0
S.H QyF2dGZUYnl0

POEM

কেন অসহায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

বলো সততা আজ কেন অসহায়
এই পথে চলে কেন কাঁদে হায়
যে চলে সোজা পথে আঁধারেতে যায় ঢেকে
তবু যেতে হয়, প্রভু হে…প্রভু হে… প্রভু হে।
কাঁদে মন কাঁদে ঐ প্রাণ রে………

নিত্য পথ কেন আজ কাঁটা গাছে ঢেকে যায়
মনে ব্যথা মুখে তবু তারা হেসে যায়
কেন বলো অধিকার সে হারায়
তবু এই পথে যারা ছুটে মরে বলো কী দোষ তায়
প্রভু হে…প্রভু হে…..প্রভু হে……..

সৎ যারা তারা ক্রমে নিচের দিকে নেমে যায়
তবু হাসিমুখে ওপথকে ভালোবেসে যায়
যে পথ চলে তারা শুধু দুঃখ পায়,
কেন বলো তারা শুধু পড়ে পড়ে মার খায়
প্রভু হে….প্রভু হে….প্রভু হে…….

দয়া মায়া কিছুই নেই কী তোমার…. শুধু দেখে যাও,
সততা কাঁদলে মনে তুমি কী আনন্দ পাও ?
একবার এসে তুমি দেখে যাও,
কত প্রাণ এভাবেই হেরে যায়
প্রভু হে….প্রভু হে….প্রভু হে………

স্মৃতিদের ফিরে পেতে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

আমি আজও… এখনো যাইনি ভুলে
স্মৃতিরা দেয় এ মনের জানলা খুলে
কত দুর্বিষহ দিন এসেছে জীবনে,
কেটে গেছে কত রাত গোপন বিজনে।
আমি ভুলিনি আজও… সেই দিনের কথা
এ হৃদয় পেয়েছিল সেদিন দুঃখ আর ব্যথা,
এ জীবন আকাশে ঘনালো কালো মেঘের ছায়া
কী জানি কেন এমন হলো প্রকৃতির মায়া।
সে দিন চোখের জলে সিক্ত হয়েছিল এই মাটি
কানে শুনেছিলাম যে কটুক্তি আজও ভুলি নাই সেটি।
সহজ কথা সরলতা যায় যে সত্বর ভোলা
কষ্ট পেলেই মনে ধরে, এ যে ভীষণ জ্বালা,
চাইলেই তারে পারবে না ভুলে দূরে থাকতে
দুঃখ এলেই পড়বে মনে পারবে না আটকাতে।
বসন্ত সেদিনও এসে চলে গেছে পারিনি বুঝতে
এ বসন্তে তাই প্রয়াস করছি পুরানো স্মৃতিদের ফিরে পেতে।

S.H QyF2dGZUYnl0

SIDDHESWAR HATUI

Leave a Reply