উপহার
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী /সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
সকালে জ্বালালে প্রদীপ
রাতে ঘনালো আঁধার
যে আসে সে যায় যে ফিরে
এ যে বিধির উপহার ।
কেউবা আসে প্রভাত বেলা
প্রভাতেই যায় চলে,
কেউবা আবার মাঝ নদীতে
ডুবে যায় অকালে।
কেউবা আবার কষ্ট পেয়ে
সূর্য ডুবতে দেখে
সুখের মায়া দুঃখের ছায়া
সকলকে রাখে ঢেকে।
যেমন কর্ম তেমন ফল
পাবি রে তুই বেঁচে,
মরা নদী কাঁদে না তো হায়
মেঘের কাছে যেচে।
প্রাণ থাকতে করলি রে ভুল
দেখলি না তো ভেবে
কোনটা উত্তম কোনটা অধম
কোনটি জ্বলে তোর স্বভাবে ।
ভেবেছিলি ভুলকে সঠিক
আনলি ডেকে কষ্ট।
ফলাফলেই তা স্পষ্ট হবে
হবে না সময় নষ্ট।
যতটুকু বেসেছিলি ভালো
তুই পেলি তার সমান
দই ভেবে চুন খেলি রে তুই
করলি দুধের অপমান।
যে ডালে তুই ছিলি বসে
সেই ডালকেই কাটলি শেষে,
সকাল থেকে করলি কলুষ জমা
পাপের ভেলায় ভেসে।
নির্ভুল যার পথের দিশা
সে পথেই আছে সুখ
দুঃখ পেলেও তারা এক আধটু
দেখে সুখের মুখ।
আসলে পরে যেতে যে হয়
এইতো রে মহান সৃষ্টি
ঝরে পড়বে শুকনো পাতা
নতুন সবুজে কাড়বে দৃষ্টি।
একা একা তুই এসেছিলি ভবে
যাবার দিনেও যাবি একা।
একা সকলেই একা……..
আঁধার রাতে কালোর দেখা।
SIDDHESWAR HATUI