WhatsApp Image 2022 10 06 at 1.46.21 PM
WhatsApp Image 2022 10 06 at 1.46.21 PM

POEM

স্বভাব
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

আত্মভাবের চারা গাছটাকে
যেভাবে তুমি লালন করিবে
গাছটি সেই ভাবে বড় হইয়া
সে তোমায় ফল দান করিবে।
ছয় রিপুকে কেহ সঠিক ভাবে
বশ করিতে পারিলে সে মহান,
সম্মান যদি বিলাইয়া দিতে পারো
তোমা হইতে থাকিবে দূরে অপমান।
ভালোবাসা দিলে ভালোবাসা পাইবে
ইট মারিলে পাইবে পাটকেল,
মৌচাকে ঠিল তারাই মারে
যাহাদের নেই কোন আক্কেল ।

WhatsApp Image 2022 10 06 at 1.46.21 PM

SIDDHESWAR HATUI

Leave a Reply