১লা বৈশাখ
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
আজ নতুন বছর নতুন দিন
কত নব নব স্বপ্ন দিয়ে গড়া
বাংলা আমার রক্তে মিশে
বাংলায় কথা বলা,বাংলায় লেখা পড়া ।
আজকে বড়ই দুঃখ লাগে
ভাবলে মনে মনে সেই কথা
ইংরেজি ক্রমেই করছে দখল
তবু কাহারো হয় না মাথায় ব্যথা।
বাংলা শুভ নববর্ষ ১লা বৈশাখ
যেন সে কথা যাচ্ছি সকলে ভুলে !
অকৃতজ্ঞতার পরিচয়টা
করছি আপন, বাংলাকে দূরে ঠেলে।
ইংরেজিতে নববর্য সাদরে আমরা
সকলে করে চলেছি জাঁকজমকে পালন
যে বাংলা ভাষা বাংলা মাকে
অতীতে করেছে… হে প্রিয় লালন।
আজকে আমরা অভিভাবকেরা
নব প্রজন্মকে শেখাচ্ছি বিদেশি ভাষা
বাংলায় থেকে বাংলার মূল্য
করছি হ্রাস, ইংরেজিতেই নেশা।
চাকরির পরিক্ষায় বাংলার গুরুত্ব
পরম্পরায় কমছে কেন হায় ?
এভাবে যদি আমরা চলি
বাংলা ভাষাকে এবার সুস্থ রাখা দায়।
এসো আমরা সকলে মিলে
বাংলা ভাষার ক্ষতটাকে পরিষ্কার করে
মলম লাগিয়ে সম্পূর্ণ সুস্থ করি, আমরা বাংলাতে
যারা জন্মেছি একে অপরের হাত ধরে।
সুখ পাখিটা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
আমার মনের আকাশে আজ
ঘন কালো মেঘ
সারা দেহে কি ভীষণ জ্বালা,
পাথরের পাত্রে আমি সারা জীবন
করেছি কত ভোজন
কখনো পাইনি সোনার থালা।
মাটির মানুষ তাই মাটিকে ছুঁয়ে
বেড়েই চলেছে বেলা
আজ আমার ধৈর্য হয়েছে হারা,
জীবন নদীটা আজকে কেমন
দেখো শুকিয়ে হয়েছে কাঠ
হারিয়েছে নিজ সেই ধারা।
কত যে স্বপন বারে বারে
জ্বালিয়েছে এ মন
কে জানে কিসের লাগি,
আমি বড় অসহায়
বুকে ব্যথা ধরে হায়
কতই না রাত জাগি।
এ জীবন যদি কেটে যায়
এভাবেই বেদনায়
এসে এ সুন্দর ধরায়,
পরের জন্ম পাবো কী আর ?
মানুষ রুপে আবার
সুখ পাখিটা দেখার আশায় !
SIDDHESWAR HATUI