ফ্যাকাসে মনে
পরমেশ্বর গাইন
রঙ মাখা ধূসর উষ্ণায়নে
আয়নার মত বসন্তের প্রতিবিম্ব
কল্পনায় পরিবর্তনশীল গুঞ্জনে।
সামনে পথ বহু দূর….
পায়ে পায়ের প্রত্যাশা মনে হয়
আঁধার ভবিষ্যৎ অধরা কোহিনূর।
বর্ণাঢ্য ক্যানভাসে ঝকঝকে আমিত্ব
ধীরে ধীরে মেঘের অন্তরালে
দ্বন্দ্বে দ্বন্দ্বে পরের প্রভাতে রক্তাক্ত….
সব আলো জ্যোছনায় মিলে মিশে
উঁচু কোঠার কার্ণিশে
কখনো ঢুকে আছে দামি বিশ্বাসে।
ভগ্নাংশের সিঁড়িতে ওঠার ছলে
অধিকার নেমে গেছে খাদের কিনারে
তলহীন গভীর অন্ধকারে।
Parameswar Gain