তীব্রতা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
চারপাশে শুধু পাঁকের পচা দুর্গন্ধ
তার মাঝেই কয়েকটি সুগন্ধি ফুল
পাঁকের গন্ধের তীব্রতা এত বেশি
পুষ্পসুবাস নিতে যাওয়া সত্যই ভুল।
পচা পাঁকের স্পর্শে থেকে থেকে
আবার দ্রুত বাড়ছে ঘা অবিরাম
কাঁদছে মাতা জন্ম দাত্রী আদ্যাশক্তি
যন্ত্রণায় ছটফট করছে তার হৃদয়
কেউ দেখে না, কাহারো নেই প্রেম ভক্তি।
আকাশে বাতাসে পচা গন্ধ উড়ে
ঘা থেকে বন্ধ হয় না রক্ত ক্ষরণ
এ তো সহজে সেরে ওঠার রোগ নয়
ক্ষয় রোগকে সমাজ করেছে বরণ।
একটু একটু করে রোগ ছড়িয়ে পড়বে
সারা দেহে, শিরায় শিরায় অস্থিমজ্জায়।
শত চেষ্টা বিফলে যাবে নিস্ফল প্রয়াসে
ছেয়ে যাবে চারিদিক কান্নায় কান্নায়।
বাস্তবতায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
আমি চাইনি ছুঁতে আকাশের চাঁদ
জানি পারবো না, বহু দূর………….
সোনার হরিণ ধরার ইচ্ছে জাগেনি এ মনে
জানি ধরা দেবে না আমায়,
আকাশে ওড়ার স্বপ্ন আমি দেখিনি কখনো,
পারবো না গড়তে বাসা হিমালয়ের চূড়ায়।
আমি বাস্তবে মাটিতেই থাকি
আমি বাস্তব স্বপ্ন দেখি, বাঁচি কঠিন বাস্তবতায়।
SIDDHESWAR HATUI