PHATO wGI7QAg24tib
PHATO wGI7QAg24tib

POEM

তীব্রতা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

চারপাশে শুধু পাঁকের পচা দুর্গন্ধ
তার মাঝেই কয়েকটি সুগন্ধি ফুল
পাঁকের গন্ধের তীব্রতা এত বেশি
পুষ্পসুবাস নিতে যাওয়া সত্যই ভুল।
পচা পাঁকের স্পর্শে থেকে থেকে
আবার দ্রুত বাড়ছে ঘা অবিরাম
কাঁদছে মাতা জন্ম দাত্রী আদ্যাশক্তি
যন্ত্রণায় ছটফট করছে তার হৃদয়
কেউ দেখে না, কাহারো নেই প্রেম ভক্তি।

আকাশে বাতাসে পচা গন্ধ উড়ে
ঘা থেকে বন্ধ হয় না রক্ত ক্ষরণ
এ তো সহজে সেরে ওঠার রোগ নয়
ক্ষয় রোগকে সমাজ করেছে বরণ।
একটু একটু করে রোগ ছড়িয়ে পড়বে
সারা দেহে, শিরায় শিরায় অস্থিমজ্জায়।
শত চেষ্টা বিফলে যাবে নিস্ফল প্রয়াসে
ছেয়ে যাবে চারিদিক কান্নায় কান্নায়।

বাস্তবতায়
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

আমি চাইনি ছুঁতে আকাশের চাঁদ
জানি পারবো না, বহু দূর………….
সোনার হরিণ ধরার ইচ্ছে জাগেনি এ মনে
জানি ধরা দেবে না আমায়,
আকাশে ওড়ার স্বপ্ন আমি দেখিনি কখনো,
পারবো না গড়তে বাসা হিমালয়ের চূড়ায়।
আমি বাস্তবে মাটিতেই থাকি
আমি বাস্তব স্বপ্ন দেখি, বাঁচি কঠিন বাস্তবতায়।

স্বপন কুমার বৈদ্য
স্বপন কুমার বৈদ্য
তৃষ্ণা বসাক
তৃষ্ণা বসাক
Learn for earn
Learn for earn
মহা রফিক শেখ
মহা রফিক শেখ
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
মুহাম্মদ আস্রাফুল আলম (সোহেল)
সাকিব আহম্মেদ
সাকিব আহম্মেদ
তফিল উদ্দিন মণ্ডল
তফিল উদ্দিন মণ্ডল
অভি বিশ্বাস
অভি বিশ্বাস
কাছেন রাখাইন
কাছেন রাখাইন
মোঃ আলী সোহেল
মোঃ আলী সোহেল
রতন বসাক
রতন বসাক
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত
দেবাশীষ  চক্রবর্তী
দেবাশীষ চক্রবর্তী
প্রদীপ ভট্টাচার্য
প্রদীপ ভট্টাচার্য
বারিদ বরন গুপ্ত
বারিদ বরন গুপ্ত

PHATO wGI7QAg24tib

SIDDHESWAR HATUI

Leave a Reply