অনাথ
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
সেদিন আমি বাড়িতেএকলা বসে
দু চোখ মোর পথ পানে চেয়ে
খোলা বাতায়নে বাতাসের আলতো ছোঁয়া
মোর প্রান আকুল হয়েছে পেয়ে।
দেখে চলেছি রাস্তা দিয়ে কত নর নারী
চলেছে তারা নিজ নিজ কাজে ,
হঠাৎ দেখি অনাথ একটি শিশু
অঝোর নয়নে আসছে রাস্তা দিয়ে,
এসে থামল সে আমার বাড়ির কাছে
জামা ভিজে গেছে দুই নয়নের জলে।
মুখ দিয়ে সে মাঝে মাঝে বলে ‘মাগো’
মা কেন তুই আমায় ফেলে একলা গেলি চলে।
আমি তখন বাড়ি ছেড়ে এলাম পথে…..
শিশুটিকে জিজ্ঞাসিলাম কাঁদছিস কেন ?
সে বলে কাল থেকে ভালো পাইনি খেতে
কাকা- কাকিমার চোখে আমি হয়েছি বিষ যেন।
আমার মাতা পিতা চলে গেছে আমায় একলা ছেড়ে
আমি না কাঁদলে কে কাঁদবে ………. তুমিই বলো,
আমি তখন বললাম- কিছু খাবার দেবো তোকে ?
শিশু বলে… আগে আমার কাকা -কাকিমাকে ধমক দেবে চলো।
আমি বললাম আগে তো কিছু খাবার খেয়ে নে
তারপর না হয় আমি যাবো রে তোর বাড়ি,
বাড়ি থেকে খাবার এনে দিলাম তারে আমি
শিশুটি তখন খাবার পেয়ে খেল তাড়াতাড়ি।
খাওয়া শেষে শিশু বলে-এবার চলো আমার সঙ্গে
চলো…চলো…কথা দিয়ে যেন …….যেও না ভুলে,
আমি তখন পারলাম আর থাকতে
তার হাত ধরে তার বাড়িতে গেলাম আমি চলে।
গিয়ে শিশুর কাকা- কাকিমাকে বললাম বুঝিয়ে,
শিশু হচ্ছে ভগবান তুল্য….পাপ হয় কষ্ট দিলে,
তোমরা যদি ভালোবাসো হবে তোমাদের মহাপুণ্য
অসহায়কে লালন করে তার আশীর্বাদ পেলে।
,
SIDDHESWAR HATUI