তেমন মানুষ নাই
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
জীবনে কত জানার আছে
শেখার আছে ভাই
সব কিছু যার জানা আছে
তেমন মানুষ নাই,
যে যার কর্মে দক্ষ নিজে
অন্যের কাজ অজানা
শিখতে হলে অন্যের কাছে
মেলে দাও ইচ্ছে ডানা।
বয়স বাড়লেই বুদ্ধি বাড়ে না
আলোচনার নেই তুলনা,
শিশুর নিকট বৃদ্ধ লোকেরও
থাকতে পারে শেখার
আবার বৃদ্ধের নিকট শিশুদেরও
জানার থাকে অপার।
কেউ যেন না দম্ভ করে হায়
আমি বিশাল জ্ঞানী
একজন মানুষের জ্ঞান থাকে বিন্দু মাত্র
আর বাকি থাকে পড়ে সমুদ্র খানি।
যদি একজনের মধ্যে থাকত সকল
কেউ করতো না অন্যের কদর
সামঞ্জস্যটা থাকত না বজায়
কেউ করতো না কাউকে আদর।
SIDDHESWAR HATUI