জল আমাদের জীবন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
জল আমাদের জীবন
জলেই জীবের প্রাণ
অযথা জল নষ্ট করে
করোনা জলের অপমান।
এক ফোঁটা জলের মূল্য
মাতৃদুগ্ধের সমতুল্য
তাই অহেতুক জল খরচ করে
করবো না পাপ কার্য।
মানুষ হয়ে জল অপচয়
আর যেন না করি,
জলের অভাবে কেউ কোথাও
আর যেন না মরি।
ভালোবাসো জলকে সবাই
জীবন হবে ধন্য
জলের বিকল্প এই ভুবনে
নেই রে কিছু অন্য।
SIDDHESWAR HATUI