অবহেলা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
কেন যে আঘাত আসে
আঘাতের পর
নয়নে কেন অঝোর ধারা
হৃদয় থর থর
ব্যথার উপর লাগে ব্যথা
মনে বড়ই যন্ত্রণা
কবে পাবো যে চির মুক্তি
এ জীবনে শুধুই যাতনা।
এ ভবে যত না পেলাম সুখ
তার চেয়ে বড় দুঃখ
সংসার করে কী যে পেলাম
বেড়েছে শুধু মনের অসুখ।
হায় রে… দিন যত চলে যায়
নিজেকে মায়ায় জড়ায়
সেই মায়াজালে আটকে যেন
জীবন শুধু কষ্ট পায়।
প্রভু বলো…তোমার এ কী খেলা
শুধুই ভরাও দুঃখের থালা
ভরসা তুমি যে শেষের বেলা
দিও না আর অবহেলা।
নারী
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
নারীর জীবনে শত কষ্ট
লুকিয়ে রাখে মনে
পরকে আপন করে নারী
সংসার বাসা বোনে।
যে পিতা -মাতা জন্ম দিল
করলো রে তারে পালন
তাদের ছেড়ে যেতে হয়
পরকে ভেবে স্বজন।
কত কষ্ট সহ্য করে নারী
সন্তান জন্ম দেয়
সন্তানের জন্য নারী জীবন দিয়ে
থাকে তাদের সুখের আশায়।
নিজের জন্য রাখে না কিছু
সংসারে দেয় ঢেলে
ভেঙে যায় না নারীর ও মন
অল্প আঘাত পেলে।
এত ধৈর্য কোথায় পাবে
নারী শক্তি ছাড়া
নারীর জীবন বড়ই ব্যথার
দুঃখ দিয়ে গড়া।
SIDDHESWAR HATUI