You are currently viewing POEM

POEM

বাঁকুড়া জেলা
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

পৃথিবীর মধ্যে সপ্তম স্থান
দখল করল বাঁকুড়া জেলা
তাপমাত্রায় গড়ল রেকর্ড
সারাদিন তাই রোদের মেলা।
সকাল থেকেই সূর্য মামা
হেসে হেসে দেয় যে ভীষণ তাপ
দুপুর বেলা বাড়ির বাইরে গেলে
সকলেই বলে ওরে…..বাপ ।
সন্ধ্যে পর্যন্ত নেই রে শান্তি
গরম হাওয়ার লাগে ছেঁকা
রাস্তা ঘাটে মাঝ বেলাতে
যায় না পশু-পাখিদের দেখা।
বাঁকুড়া জেলার মানুষ হয়ে
পূর্বেও দেখেছি আমি ভাই
বিগত বছরেও তাপমাত্রায়
থাকে রেকর্ড গড়ার ধারে পাশেই।
নদী নালা পুকুরের জল
যেন শুকিয়ে হয়েছে কাট
পুড়ছে শাক-সবজি সোনার ফসল
ফাটছে দেখো মাঠের পর মাঠ।
সকলেই তাই চাইছে এখন
এক পশলা ….সুখের বৃষ্টি
বিশ্বের মধ্যে বাঁকুড়া যেন প্রথম না হয়
সেদিকে মানুষের থাকে যেন কঠোর দৃষ্টি।

পারবে কী দিতে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

পারবে আমায় একটা দিন উপহার দিতে
যেদিন থাকবে না কোন ব্যথা,
একটা দিন দাও না আমায় প্রভু
যেদিন থাকবে না পিছু মায়া।
শুধু নিজের জন্য একটি দিন দেবে আমায়
যেদিন কাঁদবে না মন বৃথা আশায়,
হে…প্রভু পারবে কী দিতে অমায় ?
ক্লেশ ব্যতীত একটা দিন ,-
সেদিন তোমার চরনে যেন আমি ঠাঁই পাই।

PHATO.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Reply