You are currently viewing POEM

POEM

আয় কাছে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী /সারেঙ্গা/ বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

মামা বাড়ির পুরানো ফেলে আসা স্মৃতি
আজ যেন তার কিছু ফিরে পেলাম আবার
পথ, মাঠ, ঘাট, সেই আম গাছ
যেখানে হাজার স্মৃতি জড়িয়ে আমার।
শৈশবের কত গুলো মাস কেটেছে সেখানে
দীর্ঘ অপেক্ষার অবসানে গেলাম সেথায়,
যেন খেলার মাঠ ভালোবেসে ডাকছে আমায়
গাছ গুলো প্রশ্ন করছে-এতদিন তুই ছিলি কোথায় ?
তবে আমার পরিচিত যে মানুষ গুলো ছিল
তারা আজ অনেকেই হারিয়ে গেছে জীবন স্রোতে,
তবে ঐ পাথরের স্তুপ গুলো যেন আজও একই আছে,
ভালোলাগার স্মৃতি, ভালোবাসার সেই দিনগুলি
আজও আমায় বারংরার ডাকে-আয়…আয় কাছে।

কোথায় যায় হারিয়ে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী /সারেঙ্গা/ বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

কেউ বছর বছর ধরে যেটা চাইছিল
কিন্তু সেটা কোন মতেই সে পাচ্ছিল না
কখনো যদি সেটা সে পেয়ে যায়
তার চেয়ে সুখী আর কেউ হয় না।
অধিক অপেক্ষা যেমন কাঁদায়
তেমনি একদিন সে খুব হাসায় ।
অর্থের অহঙ্কারে যারা মানুষকে মানুষ ভাবে না
কাল স্রোতে একদিন তারা সমস্ত হারায়।
অন্যের কেড়ে নেওয়া যাদের স্বভাব
সারাক্ষণ অভাব তাদের জড়ায়ে ।
রূপ নিয়ে কখনো করো না বড়াই
যৌবন একদিন কোথায় যায় হারিয়ে ।

S.H.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Reply