You are currently viewing POEM

POEM

আমার জন্মদিন
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

আজ থেকে বেশ কয়েক বছর পূর্বে (২৯/০৪/১৯৮৭)
এই সুখাডালী গ্রামে জন্ম আমার
পিতার নাম রমেশ চন্দ্র, মাতা গীতারানি
তারাই মোর আসল গুরু বলি বার বার।
আজ আমার জন্ম দিনে কী দেবো তোমাদের আর
বড়দের চরণ ছুঁয়ে এ মন জানায় নমস্কার,
আমার চেয়ে যারা বয়সে ছোট তাদের জন্য রইলো…
এ ভাঙা বুকের উজাড় করা ভালোবাসা আমার।

জন্ম দিন কবে জেনেও থাকে না মনে আমার
তোমরা সকলে করালে মনে সেই জন্ম দিন,
কভু হয়নি বন্ধু জন্ম দিন সেভাবে পালন করা
এ সব ছিলনা আগে গ্রাম্য সমাজে সেদিন।
আজকের দিনে সবার ঘরে হয় আড়ম্বরে
ছেলে-মেয়ের শুভ সেই জন্ম দিন পালন
বড় কেক, কত বেলুন, নানান মিষ্টি, খাবারের আয়োজন
পাড়ার সকলে থাকে উপস্থিত, আসে কত আপন-স্বজন।
টেবিলে মোমবাতি জ্বালিয়ে কেক কাটা হয়
পরিধানে থাকে নতুন জামা-কাপড়,
শঙ্খ বাজে, প্রদীপ জ্বলে , বড়রা সকলে আশীর্বাদ করে
করে তারে সাদরে বরণ ওঠে উলুধ্বনির ঝড় ।

গ্রামের মেয়ে
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ

ঝুমুর ঝুমুর বাজছে নূপুর
আলতা রাঙা দু-পায়ে
ঝনক ঝনক বাজে কঙ্কণ
হলুদ শাড়ী তার গায়ে
মাথার চুলে খোপা বাঁধা
রজনিগন্ধার মালা দিয়ে
ঝলক দিয়ে দুলছে নোলক
তার সুশ্রী লম্বা নাকে ।
জল আনতে যায় সে কলে
বড়লোকের এক মেয়ে
একা বাড়িতে লাগে না ভালো তাই
মাঝে মধ্যে জল আনে কলে গিয়ে।
জল আনতে গিয়ে মেয়ে
সেথায় কাটায় অনেক সময়
পাড়ার মেয়েদের সঙ্গে গল্প করে
শোনে গ্রামের নানান বিষয়।
মন চায় তার মুক্ত হয়ে কিছু ক্ষণ
বসে থাকি সবার সাথে
বদ্ধ জীবন লাগে না ভালো আর
সকলের সঙ্গে থাকি সবে মেতে।

PHATO.jpeg

SIDDHESWAR HATUI

Leave a Reply