অত্যাচার
কলমে-সিদ্ধশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
দেখো আজ দিকে দিকে
ঘটে চলেছে কত অত্যাচার
মমতাহীন হৃদয়ের অন্যায়
নির্মম এক অবিচার ।
অধিক স্পৃহার থাবা কেড়ে নিচ্ছে
কত শত নিষ্পাপ জীবন।
মুখোশধারী মানুষের আড়ালে
অমানুষিক ক্ষুধাতুর মন।
দাঁত-নখ বের করে কেমন
অগ্রসর হচ্ছে নারীর দিকে !
প্রতিবাদ-প্রতিরোধের আগুন
জ্বলে উঠুক চারিদিকে ।
পুড়িয়ে দাও পাপীদের বাঁধা গৃহ
ছাই হয়ে ভেসে যাক চোখের জলে,
মাতৃ শক্তির জোয়ার আসুক নেমে
আপরাধীরা যাক পৃথিবী ছেড়ে চলে।
SIDDHESWAR HATUI