পৃথক
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
একটি গাছেই কলম করে
ধরছে পাঁচ রকমের আম।
সব গুলোর স্বাদ পৃথক পৃথক
একটিই মায়ের প্রাণ।
জন্ম তাদের ভিন্ন গর্ভে
মাতা করে লালন পালন,
পাপের গর্ভে জন্মে যে পাপ
পবিত্রের গর্ভে জন্মে ধার্মিক,
যে মা তাদের করছে পালন
কেহ মানে না তাহার আচার,
যে জন্ম দেয় ধরে তারই আচরণ।
সুখের আলো
কলমে-সিদ্ধেশ্বর হাটুই
সুখাডালী/সারেঙ্গা/বাঁকুড়া/পশ্চিমবঙ্গ
হাসির ভেতর লুকানো কান্না
বুক ফাটে তবু মুখ ফুটে না।
সুখের আড়ালে দুঃখ কাঁদে
এ কী জ্বালা পড়লি ফাঁদে,
পারবি না বলতে তোর যন্ত্রণা
মনে মনে বাড়া হৃদয়ে যাতনা।
মিথ্যেরা আজ করছে পরিহাস
সত্যের কোলে তুই কাঁদ বারোমাস,
কবে হবে তোর ঐ সত্যের জয়
তাইতো দেখে লাগে বড় ভয় !
পারবি কী তুই চলতে ও… পথ
কঠিন পথে জীবন হবে শ্লথ।
শেষে একদিন তুই পাবি রে জয়,
উত্তম পথ চললে এমনই তো হয়।
তুই এতদিন যারে বাসলি ভালো
দেবে সে তোরে সুখের আলো ।
SIDDHESWAR HATUI